Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের হুজু ব্যাংকের সাথে প্রিমিয়ার ব্যাংকের চুক্তি

সারাবাংলা ডেস্ক
২৪ জুলাই ২০২৫ ১২:২০ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১২:৩৫

ঢাকা: ব্যবসায়িক সহযোগিতার লক্ষ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি সই করেছে চীনের ব্যাংক অব হুজু, মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিস এবং দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

সম্প্রতি চীনে অনুষ্ঠিত চুক্তি সই অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ, ব্যাংক অব হুজু’র ভাইস প্রেসিডেন্ট উ রঙ্গলিন এবং মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আমিরুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানে পক্ষে চুক্তিতে সই করেন।

পরবর্তীতে সই করা চুক্তিপত্রটি ব্যাংক অব হুজু’র পক্ষ থেকে প্রিমিয়ার ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সৈয়দ আবুল হাশেম এর কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

এই চুক্তির মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক এবং অপর দু’টি প্রতিষ্ঠান এক সঙ্গে দেশে ও বিদেশে আন্তঃব্যাংকিং সহযোগিতা এবং চীনের সাথে ব্যবসা সম্প্রসারনে কাজ করতে পারবে।

সারাবাংলা/এনজে

চীন চুক্তি প্রিমিয়ার ব্যাংক হুজু ব্যাংক