Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় বিমান দুর্ঘটনা
৫ সদস্যের চীনা চিকিৎসকের দল সন্ধ্যায় ঢাকায় আসছে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১২:৪৩ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১২:৫০

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসায় পাঁচজন দগ্ধ বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সের সমন্বয়ে গঠিত চীনা জরুরি চিকিৎসা দল বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।

ঢাকাস্থ চীনা দূতাবাস বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে চীনা দূতাবাস জানিয়েছে, আজ সন্ধ্যায় ঢাকায় পৌছানোর পর দলটি প্রয়োজনীয় সকল সহায়তা এবং মূল্যায়ন প্রদানের জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে চীন সরকার প্রতিনিধি দলটি জরুরি চিকিৎসায় জন্য বাংলাদেশে পাঠায়।

বিজ্ঞাপন

দূতাবাস আরও জানিয়েছে, ঢাকায় চীনা দলটি আসার আগে থেকেই চীনা ও বাংলাদেশি চিকিৎসা বিশেষজ্ঞরা দূরবর্তী ভিডিও পরামর্শ পরিচালনা করে আসছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বাংলাদেশের অনুরোধেরে পরিপ্রেক্ষিতে চীনের ইউনান প্রদেশ জরুরিভাবে কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অনুমোদিত হাসপাতাল থেকে বিশেষজ্ঞদের একটি দলকে বাংলাদেশের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাথে একটি দূরবর্তী ভিডিও পরামর্শ পরিচালনা করার জন্য আয়োজন করে।

সাম্প্রতিক সামরিক বিমান দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন রোগীর অবস্থা মূল্যায়ন করতে এবং যৌথভাবে চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বার্ন চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক নেফ্রোলজি এবং পেডিয়াট্রিক রেসপিরেটরি মেডিসিনের চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশি ডাক্তারদের সঙ্গে যোগ দেন।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে তিন সদস্যের ভারতীয় একটি বিশেষ মেডিকেল টিম ঢাকায় আসেন। একইদিন সিঙ্গাপুর থেকে তিন সদস্যের মেডিকেল টিম ঢাকায় আসে।

এর আগে, গত ২২ জুলাই (মঙ্গলবার) প্রথম যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় আসেন।

সারাবাংলা/একে/এনজে

উত্তরায় বিমান দুর্ঘটনা চীনা চিকিৎসক দল