ঢাকা: ১৪৪৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শুক্রবার (২৫ জুলাই) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে এক বিবৃতিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, শুক্রবার বাদ মাগরিব সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভায় বাংলাদেশের আকাশে সফর মাসের চাঁদ দেখা গেছে কি না, তা যাচা ই-বাছাই করে সফর মাসের শুরুর তারিখ ঘোষণা করা হবে।
চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে ইসলামিক ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে বলা হয়েছে। চাঁদ দেখা সংক্রান্ত তথ্য জানানোর জন্য কিছু হটলাইন নম্বরও জানানো হয়েছে:
টেলিফোন:
০২-২২৩৮১৭২৫
০২-৪১০৫০৯১২
০২-৪১০৫০৯১৬
০২-৪১০৫০৯১৭
ফ্যাক্স:
০২-২২৩৮৩৩৯৭
০২-৯৫৫৫৯৫১
দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখার সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছে ইসলামিক ফাউন্ডেশন।
চাঁদ দেখা গেলে যথাযথভাবে ঘোষণা দিয়ে দেশের মুসলমানদের জন্য সফর মাসের আনুষ্ঠানিক সূচনা করা হবে।