Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বেতন কমিশন গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১৪:৫১ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৫:৩২

ঢাকা: জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (২৪ জুলাই) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই কমিশন গঠনের সিদ্ধান্ত হয়।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান।

তিনি জানান, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান নবগঠিত বেতন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। গঠিত কমিশন আগামী ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করেছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএস

বেতন কমিশন গঠন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর