Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক কাপড়ে খালেদা জিয়াকে বের করে দিয়েছিলেন বিচারপতি খায়রুল

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১৫:২৩

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তখন সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন ‘আমি কার কাছে বিচার চাইবো। এখানে আমার সংসার। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি জড়িত। এখান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল।’ আর এসবের জন্য খায়রুল হক দায়ী বলে জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সুপ্রিম কোর্টের এনেক্স ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জয়নুল আবেদীন বলেন, ‘খায়রুল হকের কারণে দেশে আয়নাঘর তৈরি হয়েছিল। গণতন্ত্র ধ্বংস করে তিনি হাজারও মানুষ হত্যার পথ খুলে দিয়েছিলেন। তাই তার বিচার জনতার আদালতে হতে হবে। উম্মুক্ত আদালতে যেন তার বিচার সবাই দেখতে পারেন। ভবিষ্যতে যেন বিচারপতিরা সাবধান হয়ে যেতে পারেন।’

বিজ্ঞাপন

খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে তিনি বলেন, ‘খায়রুল হকের এমন বিচার হওয়া উচিত। যেন মানুষ বলতে পারে এটি জনতার আদালত। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এদিন সকালে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে খায়রুলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

খায়রুল হকের বিরুদ্ধে এরই মধ্যে বেশ কিছু মামলা হয়েছে। গত বছরের ১৮ আগস্ট তার বিরুদ্ধে মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান। তার বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনা হয়। ২৮ আগস্ট দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন আরেক আইনজীবী। এছাড়া ২৫ আগস্ট একই ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা হয়।

সারাবাংলা/আরএম/এসআর

ক্যান্টনমেন্টের বাড়ি খালেদা জিয়া বিএনপি বিচারপতি খায়রুল