নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় একটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল ট্রলার মালিক নূর সোলেমানসহ ১১ জেলেকে অপহরণ করে। নিয়ে যায় তাদের ট্রলার। এ ঘটনায় ডাকাতরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ করেছেন অপহৃত জেলেদের পরিবার।
বুধবার (২৩ জুলাই) বিকেলে অপহৃত জেলেদের স্বজনরা ডাকাতি ও অপহরণের বিষয়টি জানতে পারেন। এর আগের দিন মঙ্গলবার রাত ১০ দিকে হাতিয়ার ঠেঙ্গাচর কাছে মেঘনার মোহনায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে নৌ-পুলিশ অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান চালায়।
অপহৃত ট্রলার মালিক নূর সোলেমান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা।
নূর সোলেমানের ভাই মো. হানিফ মাঝি বলেন, তার ভাই নুর সোলেমান ও ট্রলারের মাঝি মো. মুজিবসহ ১১ জন জেলে একটি ট্রলার নিয়ে ইলিশ শিকারে হাতিয়ার ঠেঙ্গারচর গেলে ডাকাতের কবলে পড়েন।
মো. হানিফ মাঝি অভিযোগ করেন, ডাকাতেরা তার ভাইসহ ১১ জন জেলেকে অস্ত্রেরমুখে অপহরণ করে। নিয়ে যায় জালসহ মাছ ধরার ট্রলার। বুধবার সকালে অজ্ঞাত স্থান থেকে হাতিয়ার টাংকিরঘাটের একজন আড়ৎদারকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপন দাবি করে ডাকাতরা। এরপর ফোন বন্ধ করে দেওয়া হয়। বুধবার সারা দিন অপেক্ষা করেও তার ভাইয়ের কোন খোঁজ পাননি। সঙ্গে থাকা জেলেরা কোথায় আছেন, সেটিও জানতে পারছেন না।
হাতিয়ার নলচিরা নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক আশীষ চন্দ্র সাহা জানান, একজন ব্যবসায়ীর দেওয়া তথ্য অনুযায়ী বুধবার সন্ধ্যার পর থেকে নৌ-পুলিশের একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।