সিলেট: সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ৫ কোটি টাকার চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৩ জুলাই) থেকে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে গরু, সুপারি, টমেটো ও চিনিসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করা হয়।
৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নুরুল হুদা জানিয়েছেন, চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার ২২০ টাকা।
জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হবে বলে জানান তিনি।