ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাঁচ মরদেহের পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব তাদের পরিচয় শনাক্ত করে।
যাদের পরিচয় শনাক্ত হয়েছে তারা হলো- ফারুক হোসেন ও সালমা আক্তারের কন্যা ওকিয়া ফেরদৌস নিধি, বাবুল ও মাজেদা দম্পতির কন্যা লামিয়া আক্তার সোনিয়া, আব্বাস উদ্দিন ও মিনু আক্তারের কন্যা আফসানা আক্তার প্রিয়া, সাহাবুল শেখ ও মিমের কন্যা রাইসা মনি এবং আব্দুল কাদির ও তামিমা আক্তারের কন্যা মারিয়াম উম্মে আফিয়া।
এদের মধ্যে রাইসা মনিকে না পেয়ে ব্যাপকভাবে ভেঙে পড়েন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজ তার মরদেহ শনাক্ত হলো।
সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন খান বলেন, ‘বিমান বিধ্বস্তের ঘটনায় গত দুইদিনে বিকৃত হয়ে যাওয়া পাঁচ মরদেহ বা দেহাবশেষ থেকে ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করে ফরেনসিক বিভাগ। কিছুক্ষণ আগে ৫ জনের পরিচয় শনাক্ত করা হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’
এদিকে মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থী মো. মাহতাব রহমান (১৩) মারা গেছে। দুপুর ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহাতাব। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩২ জনে।