Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১৭:৪৭

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

রাজবাড়ী: প্রাথমিক বৃত্তি পরিক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা ‘জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘প্রাথমিক বৃত্তি পরিক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই’ স্লোগান দেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে জেলার কিন্ডারগার্টেনের শিক্ষক ও শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি কাজি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, রাজবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ নুরুল হক আলম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ সুশান্ত কুমার রায়, বানীবহ প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ এস এ আইনাল হক, শাপলা কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মানিক পোদ্দার, নিউ সানরাইজ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জালাল উদ্দীনসহ অনেকেই বক্তব্য দেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সরকার যখন সবার জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছে, তখন কেন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে থাকবে? এই বৈষম্যমূলক সিদ্ধান্তের দ্রুত পরিবর্তন চাই। প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া একটা বৃহৎ অংশ কিন্ডারগার্টেন স্কুলে পড়াশুনা করেন। তাদেরকে বাদ দিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে সেটা হবে চরম বৈষম্য, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বাদ দিয়ে কোনোভাবেই শিক্ষাক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়।’

বক্তারা আরও জানান, দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে এক‌টি বি‌ক্ষোভ মিছিল নি‌য়ে রাজবাড়ী জেলা প্রশাস‌কের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক‌লি‌পি পেশ ক‌রেন মানববন্ধনকারীরা।

সারাবাংলা/এইচআই

কিন্ডারগার্টেন মানববন্ধন রাজবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর