Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে রুপল হত্যার ঘটনায় শাশুড়ি-পুত্রবধূ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১৮:২৪

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামে ভ্যানচালক শাহীন শেখ ওরফে রুপল শেখ (২৭) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাশুড়ি ও পুত্রবধূকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—শামসুদ্দিন বিশ্বাসের স্ত্রী রাহেলা পারভীন (৪৯) ও রাকিবুল বিশ্বাসের স্ত্রী রেজমিন আক্তার তন্দ্রা (১৯)।

নিহত রুপল শেখ জিন্নাহ শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ও শ্রমিক ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৭ মে বিকেল ৫টার দিকে রুপল শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর শামসুদ্দিন বিশ্বাসের বাড়ির আঙিনায় গৃহবধূর গোসলের ভিডিও ধারণ ও চুরির অপবাদ দিয়ে লোহার রড ও বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। গুরুতর আহত রুপলকে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের মামা মো. কালাম মোল্যা বাদী হয়ে রাজবাড়ী থানায় ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এরপর রাতেই পুলিশ চারজনকে গ্রেফতার করে। পরে নিহত রুপলের মা রাবেয়া বেগম আরও একটি মামলা করেন আদালতে।

ডিবি ওসি মফিজুল ইসলাম জানান, মামলার এজাহারভুক্ত ১০ আসামির মধ্যে এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এসএস

গ্রেফতার পুত্রবধূ রুপল শাশুড়ি হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর