Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈছাআ’র সাতক্ষীরা জেলা কমিটি বিলুপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১৮:৪৫

সাতক্ষীরা: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

সংগঠনের সভাপতি রিফাত রশিদ এবং সাধারণ সম্পাদক হাসান ইনাম সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন সাতক্ষীরা জেলা শাখা আহ্বায়ক কমিটির নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় ওই কমিটির সকল ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।

এর একদিন আগে, বুধবার (২৩ জুলাই) দেবহাটা উপজেলা শাখার আহ্বায়ক মুজাহিদ বিন ফিরোজকে স্থায়ীভাবে বহিষ্কার করে জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন। তার বহিষ্কারের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে কেন্দ্রীয় কমিটি সাতক্ষীরা জেলা কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন

সূত্র জানায়, ১৬ জুলাই রাতে গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে চলমান উত্তেজনাকে সুযোগ হিসেবে ব্যবহার করে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে একটি গোপন ও পরিকল্পিত মিছিলের আয়োজন করেন মুজাহিদ। অভিযোগ রয়েছে, জামায়াতপন্থী নেতাদের সঙ্গে সমন্বয় করে ছাত্রলীগের ছদ্মবেশে উসকানিমূলক স্লোগানে ওই মিছিল পরিচালিত হয়। নাটকীয়ভাবে ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

এই ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তা সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। দলীয় আদর্শ ও নীতিমালার পরিপন্থী এসব কর্মকাণ্ডের প্রেক্ষিতে শুধু মুজাহিদ নয়, জেলা কমিটির আরও কয়েকজনের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। ফলে পরিস্থিতি বিশ্লেষণ করে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বিলম্ব না করে পুরো সাতক্ষীরা জেলা কমিটিকেই বিলুপ্ত ঘোষণা করেন।

সারাবাংলা/এইচআই