Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এনজিও স্টাইলে দেশ চালালে বেশি দূর যাবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১৮:৫৩ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৯:৪৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান

ঢাকা: এনজিও স্টাইলে দেশ চালালে সেটি বেশি দূর যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বনানীতে পলিসি রিসার্স ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘বাংলাদেশ মান্থলি ম্যাক্রো ইকোনমিক ইনসাইট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে ড. মঈন খান বলেন, ‘‘আপনি এনজিও বা করপোরেট স্টাইলে সরকার চালালে সেটি বেশি দূর যাবে না। আপনি যদি সরকারকে করপোরেট বা এনজিও হিসেবে দেখেন, সেটি এক বিষয়। আর রাষ্ট্রকে রাষ্ট্র হিসেবে দেখেন সেটা আরেক বিষয়। করপোরেট বা এনজিও পলিসি আর রাষ্ট্র পলিসি দুইটা পুরোটাই আলাদা।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘সবাই বলে বাংলাদেশে কর-জিডিপি অনুপাত বিশ্বে সবচেয়ে কম। আমি এতে উদ্বিগ্ন না। করের বেশির ভাগ অবদান শিল্পগুলোর। বাংলাদেশের সত্যিটা হলো- অধিকাংশ মানুষ ট্যাক্স দিতে ক্যাপেবল না।’’

ড. মঈন খান বলেন, ‘‘বাংলাদেশের সঠিক মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হয় না। যখন পণ্যের দাম বাড়ে, তারা কমার তথ্য দেয়। দেশের মানুষের ৬০ থেকে ৭০ ভাগ আয় খাদ্য আর বাড়িভাড়ায় চলে যায়, সেটির হিসাবও সঠিকভাবে আসে না। বাংলাদেশ আমদানি নির্ভর দেশ। যখনই টাকার মান কমে যায়, তখনই আমদানী করা পণ্যের দাম বেড়ে যায়। প্রভাব পড়ে মূল্যস্ফীতিতে।’’

জিডিপির হিসাব নিয়ে প্রশ্ন তুলে তিনি বরেন, ‘‘জিডিপির হিসাব কারসাজি করতে রাজি না হওয়ায় এক কর্মকর্তাকে অপদস্থ করা হয়েছিল, তাকে থাপ্পড় দেওয়া হয়েছিল। সদ্য শেষ হওয়া অর্থবছরে গড় মূল্যস্ফীতি ১০ শতাংশ দেখানো হয়েছে। আমরা মনে করি না এটি সঠিক তথ্য।’’

সংস্কার প্রসঙ্গে ড. মঈন খান বলেন, ‘‘আমাদের বিরুদ্ধে প্রচার চালানো হয়- বিএনপি একমাত্র দল, যারা সংস্কারের বিরোধিতা করছে। কিন্তু আমরাই ৩১ দফা সংস্কারের ঘোষণা দিয়েছি। আমাদের সংস্কারের আন্দোলন শুরু হয়েছিল আজ থেকে দুই বছর আগে।’’

সারাবাংলা/এজেড/এসআর

এনজিও স্টাইল ড. মঈন খান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর