Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে বোনকে হত্যার ঘটনায় ভাই-ভাবি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১৮:৫৯ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৯:০১

যশোর: যশোরে বোনকে হত্যার ঘটনায় ভাই খোকন মোল্লা ও তার স্ত্রী সালমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার ভোরে খুলনার রূপসা উপজেলার মিল্কি দেয়াড়া গ্রাম থেকে খোকনকে এবং পরে তার স্বীকারোক্তি অনুযায়ী যশোরের রাজারহাট এলাকা থেকে স্ত্রী সালমাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন। তিনি জানিয়েছেন পিবিআই এই মামলা গ্রহণের ১০ ঘণ্টার মধ্যে ঘাতকদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

আটক খোকন খুলনার তেরখাদা উপজেলার হিন্দু কুশলা গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে বসবাস করেন। নিহত শারমিনও একই গ্রামের বাসিন্দা ছিলেন।

বিজ্ঞাপন

পিবিআই পুলিশ সুপার জানান, ২৩ জুলাই বেলা ১১টার দিকে টাকার লেনদেন নিয়ে খোকনের সঙ্গে তার বোন শারমিন ও বোন জামাই শিমুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে খোকন ক্ষিপ্ত হয়ে হাসুয়া নিয়ে শিমুলকে কোপাতে গেলে শারমিন বাঁধা দেন। এতে কোপ তার বোনের গায়ে লাগে। পরে স্থানীয়রা শারমিনকে যশোর সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ওইদিন রাতেই কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। দ্রুত তদন্ত করে ১০ ঘণ্টার মধ্যে খুলনা ও যশোর থেকে ঘাতক ভাই ও ভাবিকে গ্রেফতারে সক্ষম হয় পিবিআই।

পিবিআই আরও জানিয়েছে, আটক দুজন হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এসএস

গ্রেফতার হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর