Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারস্পরিক সম্মানের ভিত্তিতে সবার সঙ্গেই সুসম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ১৯:৫৩

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন – (ফাইল ছবি : সংগৃহীত )

ঢাকা: কোনো দেশের সাথেই বাংলাদেশের সম্পর্ক খারাপ নয়, পারস্পরিক সম্মানের ভিত্তিতে সবার সাথেই সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে সরকার বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা বজায় রেখে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখা হচ্ছে। ঢাকা কারও ওপর অতি নির্ভরশীল হতে চায় না।

বৃহস্পতিবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ভারত থেকে ডাক্তার এসেছেন, এর মাধ্যমে ভারতের সাথে সম্পর্কের শীতলতা কমছে কি না- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রথম দিন থেকেই বলে এসেছি আমরা সবার সাথে ভালো সম্পর্ক চাই। আমাদের এই অবস্থান অটুট আছে। আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই না- এমন কথা কেউ কখনও বলেনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার পরে যে দেশগুলো আমাদের সহায়তা দিতে চেয়েছে, তাদের মধ্যে ভারত একটি। আমরা বার্ন ইউনিটের কাছে তথ্য চেয়েছি। তারা যা বলেছে, সেই অনুয়ায়ী আমরা তাদের জানিয়েছি। এই পরিপ্রেক্ষিতে দুইজন ডাক্তার ও দুইজন নার্স এসেছেন। তারা তাদের যতটা চিকিৎসা দেয়া যায়, দিবেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীনের চিকিৎসক দল বৃহস্পতিবার রাতে এসেছে। আর সিঙ্গাপুরের চিকিৎসকরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। এখন পর্যন্ত যেভাবে চিকিৎসা কার্যক্রম চলছে, তাতে আর নতুন করে সহায়তার দরকার হবে না।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন নিয়ে তিনি বলেন, এ বিষয়ে এমনিতেই দুই বছর পর রিভিউ হবে। তখন চাইলে এটিকে সরিয়েও দেয়া যাবে। আমার মনে হয় না এ ধরনের পরিস্থিতি হবে। আমরা আমাদের নিজেদের স্বার্থ দেখেই কাজ করেছি। আমরা দীর্ঘ সময় নিয়েছি এবং আমাদের স্বার্থ যাতে ক্ষুণ্ন না হয় এটি খেয়াল রেখেছি। বিশেষজ্ঞদের প্রতি আমার পূর্ণ সম্মান আছে। সরকার বিশ্বাস করে, এটি বাংলাদেশের মানুষের স্বার্থের বিপক্ষে যাবে না, পক্ষেই যাবে।

সারাবাংলা/একে/আরএস

পররাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর