Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ বছর ধরে বিএনপি ভোটের অধিকারের আন্দোলন করে আসছে: মুশফিকুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ২০:১৫ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ২১:০৮

জনসভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, বিএনপি বিগত ১৭ বছর ধরে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করে আসছে। আওয়ামী লীগ দুর্নীতি, গুম-খুন, চাঁদাবাজি ও মাদক ব্যবসা দিয়ে দেশেকে ডুবিয়েছে। বিএনপি এসব সমর্থন করে না। বিএনপি দেশ ও মানুষের কাল্যাণে রাজনীতি করে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলার চারতলা মার্কেট চত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ উপলক্ষ্যে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দলের সকল নেতাকর্মীকে জনগণের দোরগোড়ায় যাওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে কাজ করতে হবে। সামনে কঠিন সময় আসছে, এই সময়ে দলের ভিতরে আরও একতা সৃষ্টি করতে হবে।’

 

মুশফিকুর রহমান তার বক্তব্যে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে গিয়ে শহিদ হওয়া ছাত্র-জনতার আত্মার প্রতি শ্রদ্ধা জানান। এসময় তিনি পিআর পদ্ধতির সমালোচনা করে বলেন, ‘বিএনপি এই পদ্ধতি চায় না।’

জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য মো. বিল্লল হোসেন কসবা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, মো. বেলায়েত হোসেন হেলাল,  মো. বেনজির আহমেদ রাশু, মো. অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, কসবা উপজেলা বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক  আব্দুর রউফ রতন, পৌর বিএনপির সভাপতি মো. আলী আশরাফ ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।

বক্তব্য দেন- কসবা উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন, সাবেক  দফতর সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল,  ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান বাবু, রাজু আহমেদ, সাবেক ছাত্রদল নেতা মো. ফরিদ উদ্দিন ও  বিএনপি নেতা মো. জসিম উদ্দন প্রমুখ।

জনসভায় ঢাকার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সারাবাংলা/এসআর

কসবা জনসভা বিএনপি ব্রাহ্মণবাড়িয়া মুশফিকুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর