Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যেসব নদীর উৎস বাংলাদেশ নয়, সেখানে অবকাঠামো নির্মাণ ঠেকানো সম্ভব নয়’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ২০:১৪

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন ( ছবি : সংগৃহীত )

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেছেন, আমাদের নদীগুলোর উৎস আমাদের দেশে নয়। সেই নদীগুলোর ওপরে অবকাঠামো হয়েছে, হতে থাকবে। আমরা সেটা ঠেকাতে পারব না। আমাদের দেখতে হবে যে, এতে করে পরে আমাদের ক্ষতি যাতে না হয়, যদি হয়ও সেটা যেন খুব সীমিত থাকে। এটা আমাদের চেষ্টা থাকবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চীন তাদের নদীতে যে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে, এতে বাংলাদেশের ওপর কোনো প্রভাব পড়বে কি না- জানতে চাইলে তৌহিদ হোসেন বলেছেন, চীনের রাষ্ট্রদূত আমার কাছে এসেছিলেন, এটা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন, একটা বাঁধ দিয়ে যে হাইড্রো পাওয়ার তৈরি হয়, এটা তেমন নয়, তারা নতুন প্রযুক্তি ব্যবহার করছেন, কয়েক ধাপে পানি ব্যবহার করছেন, এর মাধ্যমে পানি প্রত্যাহার হবে না- বলে তারা আশ্বস্ত করেছেন। কাজেই এটা নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের শুল্ক প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা এখনো শেষ হয়নি। যারা আলোচনা করছেন, আপনারা তাদের জিজ্ঞেস করুন। মাঝ পথ থেকে আমার কথা বলাটা উচিত হবে না।

সারাবাংলা/একে/আরএস

পররাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর