Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের স্বার্থেই ঢাকায় মানবাধিকার হাইকমিশনের কার্যালয়: পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ২০:২৯

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন – (ফাইল ছবি : সংগৃহীত )

ঢাকা: দেশের স্বার্থেই ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কার্যালয় স্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, চাইলে ৬ মাসের নোটিশে যেকোনো সময় সরিয়ে দেওয়া যাবে। তবে আমার মনে হয় না, সেরকম পরিস্থিতি সৃষ্টি হবে।

প্রসঙ্গত: ঢাকায় মানবাধিকার হাইকমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে বিশেষজ্ঞরা ভিন্নমত পোষণ করছেন।

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই অফিস স্থাপনের বিষয়ে দুই বছর পর রিভিউ করা যাবে। চাইলে ৬ মাসের নোটিশে যেকোনো সময় সরিয়ে দেওয়া যাবে। তবে আমার মনে হয় না, সেরকম পরিস্থিতি সৃষ্টি হবে। আমরা তো নিজেদের স্বার্থ দেখেই কাজটি করেছি। তাদের প্রস্তাবের পর যে একটি অ্যাগ্রিমেন্ট সই করে দিয়েছি, এমন নয়, আমরা দীর্ঘ সময় নিয়েছি। আমাদের স্বার্থ যেন ক্ষুন্ন না হয়, সেটা দেখেই করেছি। তবে বিশেষজ্ঞদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে/আরএস

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কার্যালয় পররাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর