Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পালানোর সময় বাগেরহাট শ্রমিক লীগ নেতা আটক

লোকাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ২১:০১ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ২১:০৬

বেনাপোল: ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে একাধিক মামলার আসামি ও বাগেরহাট জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন খানকে আটক করেছে পুলিশ।

আটককৃত মনির হোসেন বাগেরহাট সদর উপজেলার নাগেরবাজার এলাকার বাসিন্দা এবং মুসলিম খানের ছেলে। তার বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভারতে প্রবেশের উদ্দেশে বেনাপোল ইমিগ্রেশনে এলে তাকে আটক করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বিষয়টি নিশ্চিত করে জানান, `মনির হোসেন খান ইমিগ্রেশনে প্রবেশ করলে তার চলাফেরা সন্দেহজনক মনে হয়। এ সময় সে কোনো রাজনীতির সাথে জড়িত কিনা জিজ্ঞাসা করলে অস্বীকার করে। পরে তার পাসপোর্ট যাচাই-বাছাই করে দেখা যায় সে পুলিশের কালো তালিকাভুক্ত আসামি। পরে তার পরিচয় শনাক্ত হলে সঙ্গে সঙ্গে তাকে আটব করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে বাগেরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

আটক নেতা পালানো ভারত শ্রমিক লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর