ঢাকা: পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়ছে। আগামীতে দেশের অর্থনীতিতে বিদেশী বিনিয়োগ বাড়বে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এমন আশাবাদেই নতুন নতুন বিনিয়োগ আসছে। এ ধারাবাহিকতায় আট কার্যদিবসে টানা উত্থানে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩১ পয়েন্ট।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯২ পয়েন্টে। যা বুধবার ৯৩ পয়েন্ট, মঙ্গলবার ৫১ পয়েন্ট, সোমবার ২৬ পয়েন্ট, রবিবার ৬২ পয়েন্ট, এবং আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৬ পয়েন্ট, বুধবার ৫৫ পয়েন্ট ও মঙ্গলবার ০.৩৭ পয়েন্ট বেড়েছিল। এই ৮ কার্যদিবসে মোট ডিএসইএক্স বেড়েছে ৩৩১ পয়েন্ট।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসই-তে ৯৮৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর পরিমাণ আগের দিন হয়েছিল ৭২২ কোটি ৩০ লাখ টাকা। এ হিসেবে বৃহস্পতিবার লেনদেন বেড়েছে ২৬৪ কোটি ২৪ লাখ টাকার বা ৩৭ শতাংশ।
বুধবার ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬১ টির। অর্থাৎ তালিকাভুক্ত মোট ৪০.৪৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। আর দর কমেছে ১৭১ টির। সেই হিসেবে দর কমেছে ৪২.৯৬ শতাংশের। ও দর পরিবর্তন হয়নি ৬৬ টি বা ১৬.৫৮ শতাংশের।
অপরদিকে সিএসই-তে বৃহস্পতিবার ৫৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৫টির, কমেছে ৯৯টির এবং পরিবর্তন হয়নি ৩৫টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫০১৪ পয়েন্টে।
আগের দিন সিএসই-তে ৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৩৫ পয়েন্ট বেড়েছিল।