Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মাইলস্টোনে দুর্ঘটনার দায়ভার বিমান বাহিনীকে নিতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ২০:৫৯

দোয়া-মাহফিলে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ

ঢাকা: ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, কোনো দুর্ঘটনা বা বিপর্যয় ঘটলে এক পক্ষ আরেক পক্ষের ওপর দায় চাপায়। কেউ দায় নিতে চায় না। নতুন বাংলাদেশে দায় এড়ানোর সংস্কৃতি আর দেখতে চাই না। মাইলস্টোন দুর্ঘটনার দায়ভার বিমান বাহিনীকে নিতে হবে।

বৃহস্পতবার (২৪ জুলাই) বিকেলে দিয়াবাড়ি গোলচত্তর সংলগ্ন পুকুর পাড় মসজিদে আয়োজিত দোয়া-মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ইসলামী আন্দোলন।

বিজ্ঞাপন

শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘‘ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জনবসতিপূর্ণ এরিয়ার ওপর দিয়ে প্রশিক্ষণ বিমান চলাচল বন্ধ করতে হবে। কুমিল্লা এবং লালমনিরহাটে দুটি বিমানবন্দর পরিত্যক্ত রয়েছে। প্রশিক্ষণের জন্য সেগুলোকে ব্যবহার করা যেতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টা নিয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করছি।’’

ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোস্তফা আল মামুন মনির, আমিনুল হক তালুকদার, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, হায়দার আলী, আলাউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসআর

ইসলামী আন্দোলন মাইলস্টোন স্কুল যুদ্ধবিমান বিধ্বস্ত শেখ ফজলে বারী মাসউদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর