Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ২১:২৭ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ২১:৩১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় হেরোইন রাখার দায়ে তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি মো. সাখাওয়াত হোসেন।

দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন—রাজশাহী জেলার গোদাগাড়ি থানার মহিশালবাড়ি গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে শাহাদত হোসেন ও একই এলাকার মৃত একরামুল হকের ছেলে ডাবলু এবং গোদাগাড়ি থানার আইআই এলাকার শ্রী গোবিন্দ সিং এর ছেলে শ্রী নিমাই সিং।

বিজ্ঞাপন

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে,  ২০২০ সালের ২৫ মে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মোটরসাইকেলে থাকা ব্যাগ থেকে ২০০ গ্রাম হেরোইনসহ শাহাদত হোসেন ও ডাবলুকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়।

একই বছরের ২৮ মে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় র‌্যাব-১২ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের একটি বাস তল্লাশি করে ২১০ গ্রাম হেরোইনসহ শ্রী নিমাই সিংকে গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব সদস্য ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

দুই মামলার বিচার শেষে আদালত আজ এই তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।

সারাবাংলা/এসএস

কারাদণ্ড ব্যবসায়ী মাদক যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর