Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ২১:২৫ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ২১:৩২

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আদালতে হাজির করা হয়েছিল। ছবি: সারাবাংলা

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত এ আদেশ দেন।

এদিন রাত পৌনে ৮ টার দিকে খায়রুল হককে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে হাজতখানায় রাখা হয়। একইসঙ্গে আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে তাকে কারাগারে পাঠান বিচারক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ১৮ জুলাই সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন এলাকায় আব্দুল কাইয়ুম আহাদের ওপর গুলি বর্ষণসহ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে তার দুই পায়ে ব্রাশ ফায়ার করেন যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হোসেন। একপর্যায়ে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় মামলা করেন নিহতের বাবা মো. আলা উদ্দিন। এ মামলার ৪৪ নম্বর আসামি হিসেবে খায়রুল হকের নাম রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এইচআই

এবিএম খায়রুল হক কারাগারে খায়রুল হক প্রধান বিচারপতি হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর