Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত ক্ষমতায় গেলে কারও প্রভুত্ব মানবে না: ডা. শফিকুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ২১:৩৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

সিলেট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কারও প্রভুত্ব মানবে না। আমরা আমাদের অধিকার খর্ব করবো না। কোনো প্রতিবেশী দেশ প্রভুত্ব করার চেষ্টা করলে ১৮ কোটি মানুষ রুখে দাঁড়াবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে জাতির ইতিহাস পালটে দেবে। দুর্নীতির বিরুদ্ধে আরেকটি যুদ্ধ হবে। দেশে কোনো দুর্নীতি থাকবে না। ক্ষমতায় গেলে আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। নারীরা সম্মানের সঙ্গে কর্মক্ষেত্রে কাজ করবে।’

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, ‘সমাজের প্রতিটি সেক্টর তছনছ। সব জায়গায় সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কাছে জিম্মি জনগণ। যারা চাঁদাবাজি করে, সিন্ডিকেট করে, তারা ভিক্ষুকেরও চেয়ে নিকৃষ্ট। আমি কোনো দলকে টার্গেট করে একথা বলছি না।’

তিনি ‘বেসিক সংস্কার ও গণহত্যার বিচার ছাড়া নির্বাচন হলে জাতির জন্য তা বেদনার হবে’ বলে মন্তব্য করে বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত বলে আমরা মনে করি। তবে এর আগে অবশ্যই বেসিক সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে।
দু’চারজন বড় অপরাধীর বিচার হলে জাতি বুঝতে পারবে, বিচার শুরু হয়েছে। বাকি কাজগুলো পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন, তারা এই কাজগুলো অব্যাহত রাখবেন। বিচার ও সংস্কার নিয়ে কোনো টালবাহানা করলে যুব সমাজ মেনে নেবে না।’

তিনি বলেন, শহিদ পরিবারের স্বপ্ন পূরণে কাজ করছে জামায়াত। আমরা বড় একটি কাজ হাতে নিয়েছি। শহিদদের তালিকা নির্ভুল ভাবে তৈরি করা। দুইটি ভলিউম ইতোমধ্যে বের হয়েছে। আমরা আহতদেরও ডাটাবেইজ তৈরি করা করছি।

জামায়াত আমির বলেন, এ কাজ কোনো দলের নয়, এই কাজ সরকারের। শহিদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে এই সরকার। কিন্তু সরকার কেন এই কাজটি করছে না। সরকারের দায়িত্ব অনেক, কিন্তু তারা সেটা পালন করছে না। আমরা সরকারের দূর্বলতার কথা বলেই যাবো। তিনি বলেন,সরকারের ভালো কাজে আমাদের সহযোগিতা থাকবে। তবে সরকারের দুর্বল জায়গার কথা আমরা বলে যাবো।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা সরকারকে দুইটা বিষয়ে বলেছি, একটি হচ্ছে খুনিদের বিচার নিশ্চিত করা। আরেকটি শহিদ পরিবারের পাশে দাঁড়ানো।’

সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- বিশেষ অতিথি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, হবিগঞ্জ জেলা জামায়াতের আমির কাজী মখলিছুর রহমান, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লুৎফর রহমান হুমায়দী, গোবিন্দগঞ্জ ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধা গৌছুল আলম রুহলে।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর