বাগেরহাট: আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী তাড়ানো হয়েছে, দেশে আর কোনো ফ্যাসিস্ট শক্তিকে জায়গা দেওয়া যাবে না। বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়নকারী তাবেদার ও চাঁদাবাজ-দখলদারদের জন্য এদেশে কোনো স্থান থাকবে না।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৫টায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাপুড়িয়া পট্টিতে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “শুধু ইসলামী শাসন ব্যবস্থাই পারে দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে। তাই আগামী সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলনকে বিজয়ী করুন।”
‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন’ এবং ‘দেশ ও ইসলামবিরোধী চক্রান্তের প্রতিবাদে’ ইসলামী আন্দোলন বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলা শাখা এই গণসমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা এইচএম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—ইসলামী আন্দোলনের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মাওলানা আব্দুল মজিদ, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম (বাগেরহাট-৪)।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন—জেলা সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন, বাগেরহাট-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ওমর ফারুক বিন নূরী, উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ, মাস্টার রুহুল আমীন সরদার প্রমুখ।