Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া সীমান্তে ২৬ লাখ টাকার নকল বিড়ি-ট্যাবলেট উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ২২:১৭ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ২২:২২

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা ও সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ২৬ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের নকল বিড়ি, ডেক্সোনা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ জুলাই গভীর রাতে ভেড়ামারা উপজেলার বারমাইল বাজারের পাশে একটি পরিত্যক্ত দোকান ঘরে অভিযান চালিয়ে ২১ হাজার ৩০০ প্যাকেট নকল বিড়ি উদ্ধার করা হয়।

এছাড়া, ২৩ জুলাই রাত ৯টার দিকে ১৩৭/৭-এস সীমান্ত পিলারের খাসমহল এলাকা থেকে ৩ হাজার পিস ডেক্সোনা ট্যাবলেট ও ৬০০ গ্রাম ভারতীয় গাঁজা এবং রাত ১০টার দিকে ১৩৯/৪-এস সীমান্ত পিলারের তেঁতুলবাড়ী মাঠ থেকে আরও ২ হাজার পিস ডেক্সোনা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ জানান, উদ্ধারকৃত সব মালামাল মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে এবং সেগুলো বিজিবির ব্যাটালিয়ন মাদক স্টোরে সংরক্ষিত রয়েছে। পরে নিয়ম অনুযায়ী ধ্বংস করার কার্যক্রম চলমান রয়েছে।

সারাবাংলা/এসএস

উদ্ধার নকল বিড়ি-ট্যাবলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর