Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা


২৪ জুলাই ২০২৫ ২২:১২ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ২২:১৪

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার রাতের মধ্যে দেশের সাতটি অঞ্চলে ৬০ কি.মি. গতির ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা সই করা পূর্বাভাসে আরও বলা হয়, ২৫ জুলাই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে। ২৬ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে দেশের বেশিরভাগ অঞ্চলেই বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়া অব্যাহত থাকবে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ষা মৌসুমে এমন বৃষ্টিপাত স্বাভাবিক এবং আরও কয়েকদিন এ পরিস্থিতি চলতে পারে।

আবহাওয়া ঝড়ের শঙ্কা বজ্রবৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর