ঢাকা: আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরায় সম্প্রতি প্রচারিত একটি অনুসন্ধানী ভিডিও নিয়ে দেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ভিডিওটি প্রকাশের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খুনি’ আখ্যা দিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে পোস্টে তিনি সাবেক প্রধানমন্ত্রীর সমালোচনা করেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘হাসিনা একজন খুনি। জুলাই গণহত্যা, শাপলা ও বিডিআর হত্যাকাণ্ড, মোদি বিরোধী আন্দোলনসহ অসংখ্য আন্দোলনে হাজারের অধিক খুনের নির্দেশদাতা হাসিনা। বাংলাদেশের মাটিতেই এই খুনির বিচার এবং সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।’
আরও পড়ুন-গোপন কল রেকর্ডিংয়ের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
আল জাজিরার প্রচারিত ভিডিওটিতে ‘জুলাইয়ের ৩৬ দিন’ শিরোনামে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে। ভিডিওতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর হাতে অসংখ্য ছাত্রনেতা, অধিকারকর্মী ও সাধারণ মানুষ নিহত হয়েছেন।
বিশেষ করে ১৬ জুলাই ঢাকায় ছাত্রনেতা আবু সায়েদের হত্যাকাণ্ড এবং ১৭ জুলাই চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত আরও অন্তত ৩০ জনের ঘটনা উঠে এসেছে ভিডিওতে।