Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খায়রুল হকের মতো সব খলনায়ককে আটক করতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ২২:২৬ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ২২:৩২

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ

ঢাকা: সাবেক বিচারপতি খায়রুল হকের মতো সব খলনায়ককে আটকের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি জানান।

ইউনুছ আহমাদ বলেন, ‘‘বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি হয়েছে আইন, সংবিধান ও আদালত ব্যবহার করে। আর সেই যাত্রায় যারা আওয়ামী লীগকে নগ্নভাবে সহায়তা করেছেন তাদের অন্যতম ছিলেন এই খায়রুল হক। বিলম্বে হলেও খায়রুল হককে গ্রেফতার করায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’’

তিনি বলেন, ‘‘খায়রুল হকের মতো ফ্যাসিবাদের সঙ্গে জড়িত সকল আমলা, বিচারক, শিক্ষাবিদ, সাংবাদিক ও সামরিক কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে। ট্রাইব্যুনালকে জেলায় জেলায় নিয়ে যেতে হবে এবং বিভিন্ন জেলায়, থানায়, ইউনিয়নে ফ্যাসিবাদের হয়ে যারা নির্যাতন, নিপীড়ন করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।’’

বিজ্ঞাপন

ঢাকায় আটক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিচার দ্রুততার সঙ্গে শেষ করার দাবি জানান ইউনুছ আহমাদ।

তিনি বলেন, ‘‘জুলাই অভ্যুত্থানের এক বছর অতিক্রান্ত হওয়ার পরও পতিত ফ্যাসিবাদ গোপালগঞ্জে মব সৃষ্টি করার সাহস পাচ্ছে, রাষ্ট্রের প্রাণকেন্দ্র সচিবালয়ে হানা দেওয়ার সাহস করছে। এর প্রধান কারণ বিচারহীনতা। অথচ জুলাই অভ্যুত্থানের রক্ত ও উৎসর্গিত জীবনের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত আমলা, বিচারক ও সামরিক কর্তাদের দ্রুততার সঙ্গে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা। কিন্তু, তা হয় নাই। কেবল ঢাকায় গুটিকয়েক কালপ্রিটকে আটক করে বিচার কার্যক্রম চলছে— এটা হতাশাজনক।’’

সারাবাংলা/এজেড/এসআর

ইউনুছ আহমাদ ইসলামী আন্দোলন খায়রুল হক সাবেক বিচারপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর