Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘৫৪ বছর আ.লীগ-বিএনপি ও জাতীয় পার্টি জনগণকে ধোঁকা দিয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ২২:৫০ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ২২:৫৫

জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল।

রংপুর: গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি জনগণকে শুধু ধোঁকা দিয়ে এসেছে বলে মনে করেন অভ্যুত্থান পরবর্তী আত্মপ্রকাশ হওয়া রাজনৈতিক দল জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলটির বিভাগীয় মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘গত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি জনগণকে শুধু ধোঁকা দিয়ে এসেছে। দেশের রাজনৈতিক নেতাদের ৯৫ শতাংশই দুর্নীতিতে জড়িত। বড় রাজনৈতিক পরিবার ছাড়া কেউ বড় পদে জায়গা পায় না। তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, সাধারণ জনগণ সেই সুবিধা থেকে বঞ্চিত।’

বিজ্ঞাপন

সংস্কার, বিচার ও নির্বাচন— এই ত্রিমুখী এজেন্ডা নিয়ে অন্তর্বর্তী সরকার যেটা ঘোষণা করেছে, সেটি সামাল দিতে পারছে না উল্লেখ করে শামীম কামাল বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে বড় বড় রাজনৈতিক দলের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ ঐকমত্য দেখা যাচ্ছে না। কেবল ছোটখাটো বিষয়েই কিছু মতৈক্য রয়েছে। সরকার সংস্কার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারবে না।’

জনতার দলের চেয়ারম্যান বলেন, ‘‘বাংলাদেশে বর্তমানে প্রচলিত ‘পাস্ট দ্য পোস্ট’ সিস্টেমটি লোয়ার হাউসের (নিম্নকক্ষ) জন্য উপযুক্ত। তবে যদি আপার হাউস (উচ্চকক্ষ) গঠিত হয়, সেখানে ‘পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন)’ পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। এতে করে প্রতিটি দলের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি সুযোগ পাবেন। এটি পরীক্ষামূলকভাবে কিছুদিন চালু করে দেখা যেতে পারে। তবে এটি কেবল সভ্য ও পরিপক্ব গণতন্ত্রে কার্যকর হয়, আমাদের মতো ভঙ্গুর গণতন্ত্রে তা সম্ভব নয়।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বর্তমানে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচন। জনগণ অতিষ্ঠ হয়ে গেছে, তারা মুক্তি চায়। সেই মুক্তির উপায় হতে পারে একটি দ্রুত নির্বাচন—‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থায় পৌঁছানোর আগে।’’

বিচারপ্রক্রিয়া সম্পর্কে শামীম কামাল বলেন, ‘বিচার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। দ্রুত শেষ করা সম্ভব নয়। তবে দু-একজন স্বৈরশাসক বা শীর্ষ অপরাধীর টোকেন বিচার করা যেতে পারে।’’

জনতার দলের চেয়ারম্যান জানান, এখন পর্যন্ত সারাদেশের ৬০টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জনতার দল। নিবন্ধন না পেলেও তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে।

এ সময় সভায় আরও বক্তব্য দেন— দলের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহাবুবুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, কর্নেল (অব.) আবুল কালাম মো. জাকি, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. আজম খান, যুগ্ম মহাসচিব মেজর (অব.) জাকির হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) বদরুল আলম সিদ্দিকী এবং মুখপাত্র ও মুখ্য সমন্বয়ক মেজর (অব.) ডেল এইচ খান।

সারাবাংলা/এইচআই

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল জনতার দল রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর