ঢাকা: শুক্রবার (২৫ জুলাই) অনুষ্ঠেয় যুব জমায়েতকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।
বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে এ মিছিল শুরু হয়ে পুরানা পল্টন ও দৈনিক বাংলা মোড় ঘুরে বায়তুল মোকাররমে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নিয়ে ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, ‘‘এরই মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর যুব জমায়েতের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে যুবআন্দোলন। শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা বাইতুল মোকাররম উত্তর গেইটের এই সমাবেশে ঢাকা ও আশপাশের জেলাসমূহ থেকে যুব আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবে। এতে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, ফ্যাসিবাদের বিচার ও জাতীয় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন তিনি।’’
যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আল-আমীন বলেন, ‘‘যুব আন্দোলনের শাখাগুলোর সঙ্গে যোগাযোগ করে বুঝতে পারি, এক লাখ যুবক হাজির হবে এই প্রোগ্রামে। যুব জমায়েতে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ যুবকরাও অংশগ্রহণ করবেন।’’
উল্লেখ্য, ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা বাইতুল মোকাররম উত্তর গেইটে যুব জমায়েত অনুষ্ঠিত হবে। জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহিদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ার দাবি তোলা হবে এই জমায়েত থকে।