Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে দুই টাকায় ভরপেট খাবার !

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ২৩:২৩ | আপডেট: ২৪ জুলাই ২০২৫ ২৩:২৫

রাজবাড়ী: যেখানে পাঁচ টাকায় এক কাপ চা মেলে না, সেখানে মাত্র দুই টাকায় মিলছে ভাত, ডাল, ইলিশ মাছ আর সঙ্গে একটি মোজো—রাজবাড়ীতে এমন মানবিক উদ্যোগে দুপুরের ভরপেট খাবার খেয়ে খুশি পথশিশু ও শ্রমজীবী এবং সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজবাড়ী শহরের রেলস্টেশন সংলগ্ন ফুলতলা এলাকায় এমন আয়োজন করেন কিছু উদ্যমী যুবক। ‘২ টাকার হোটেল’ নামের ব্যতিক্রমী এ আয়োজনে প্রায় ৭০ জন মানুষকে দুপুরের খাবার পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, প্রতি সপ্তাহে দুই দিন পথশিশু ও শ্রমজীবী এবং সাধারণ মানুষের জন্য এ আয়োজন চালু থাকবে।

ফুলতলাতে গিয়ে দেখা যায়, চেয়ার, টেবিল, পানির জার, খাবার রাখা রয়েছে। কিছু মানুষ বসে খাচ্ছেন আবার অনেকে দাড়িয়ে আছে। ২টাকায় খাবার দেওয়ার কথা থাকলেও কারো থেকে টাকা নেননি আয়োজকরা।

বিজ্ঞাপন

রাজশাহী থেকে আসা জাহাঙ্গীর আলম কাজ না পেয়ে রেলস্টেশনের প্লাটফর্মে বসেছিলেন। তিনি বলেন, ‘একজন জানালো পাশে ফ্রি খাবার দিচ্ছে। এসে দেখি সত্যিই ভাত, ডাল, ইলিশ মাছ দিয়ে পরিবেশন করছে। খাবার খুব সুস্বাদু ছিল। বাইরে খেতে গেলে ১৩০-১৫০ টাকা লাগত। আয়োজকদের জন্য মন থেকে দোয়া করি।’

রিকশা চালক মনি বলেন, ‘এই পাশে একটা ভাড়া নিয়ে আসছিলাম। লোক দেখে দাড়ালাম। হঠাৎ একজন বলল, কাকা বসেন খাবার খান। ইলিশ মাছ, মুসুরের ডাল, সাদা ভাত দিয়ে খেলাম। আমার থেকে কোন টাকা নেই নাই তারা। সঙ্গে একটি মোজো দিয়েছে।’

আয়োজক মাহীন শিকদার জানান, ‘আমরা কয়েকজন বন্ধু ও ভাইয়েরা মিলে চিন্তা করলাম এমন কিছু করা দরকার যা কখনো হয় নাই। সেখান থেকে আমরা উদ্যোগ নেই দিনমজুর, পথ শিশু, সাধারণ মানুষের সাথে আমরা খাওয়া-দাওয়া করবো, একটু ভালোবাসা বিনিময় করবো। সেখান থেকে এই আয়োজন। আমরা সপ্তাহে দুই দিন এমন আয়োজন করবো।’

আয়োজক মনিরুল ইসলাম সাগর বলেন, ‘আমার আম্মু নিজ হাতে রান্না করেছে। আজ আমরা এই মানুষগুলোর জন্য ভাত, ডাউল, ইলিশ মাছের আয়োজন করেছি। অনেকে একদম বিনামূল্যে খাবার খেতে চাই না। তাই আমরা দুই টাকায় খাবারের কথা উল্লেখ করেছি। তবে খাবারের পরে কারো থেকে আমরা টাকা নেই নাই।’

সারাবাংলা/এসএস

টাকার দুই রাজবাড়ী হোটেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর