পাবনা: পাবনা গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফসার উদ্দিনের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে গণপূর্ত অধিদফতরের প্রধান ফটকের সামনে ভুক্তভোগী ঠিকাদারদের আয়োজনে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর আফসার উদ্দিন তার পছন্দের ঠিকাদারদের কমিশন নিয়ে কাজ পাইয়ে দিচ্ছে। এতে অন্যান্য ছোট ঠিকাদাররা কাজ না পেয়ে মানবতার জীবনযাপন করছে।’ দ্রুত এই প্রকৌশলী অপসারণসহ কর্তৃপক্ষ এর তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে বিক্ষুদ্ধ ঠিকাদাররা গণপূর্ত অধিদফতর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। তারা অবিলম্বে অভিযুক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অপসারণ দাবি করেন।