Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তের বাংলাদেশিদের সতর্কবার্তা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৫ ২৩:৫২ | আপডেট: ২৫ জুলাই ২০২৫ ০০:০১

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেয় দূতাবাস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে ভ্রমণ বা বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকতে বা সরে যেতে পরামর্শ দেয়া হচ্ছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো তথ্য বা মত প্রকাশ করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।

এ ছাড়া, বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে +৬৬৮১৮৭০৮৪৪৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে/এসএস

থাইল্যান্ড-কম্বোডিয়া বাংলাদেশি সংঘর্ষ সতর্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর