পঞ্চগড়: ‘চাকরির জন্য তদবির নয়, যোগ্যতার ভিত্তিতেই হবে নিয়োগ’ এমনই এক স্পষ্ট ও দৃঢ় বার্তা দিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী।
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়সহ আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের অফিসগুলোতে সাধারণ প্রশাসনের ১১টি ক্যাটাগরিতে ৪৬টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা, যেখানে অংশ নিচ্ছেন প্রায় ৫ হাজার চাকরি প্রত্যাশী।
এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের সামনে একটি ব্যতিক্রমধর্মী পোস্টার ঝোলানো হয়েছে। তাতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ‘চাকরির তদবিরের জন্য জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করা যাবে না। চাকরির জন্য তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে ‘
এই বার্তা নিয়ে মাহমুদুল হাসান নামে একজন পরীক্ষার্থী বলেন, ‘ডিসি স্যার যেটা করছেন সেটা খুবই ভালো। আমাদের মতো সাধারণ মানুষের একটা বিশ্বাস তৈরি হচ্ছে যে চাকরি পেতে এখন শুধু পড়ালেখা করলেই চলবে।’
আরেক পরীক্ষার্থী নিশাত তাসনিম বলেন, ‘এমন উদ্যোগ থাকলে সমাজে অন্যায়ভাবে চাকরি পাওয়ার প্রবণতা কমবে। যোগ্যদেরই সুযোগ মিলবে।’
এদিকে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, ‘সরকারি নিয়োগে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতেই হবে চূড়ান্ত নির্বাচন। তদবিরের কোনো সুযোগ নেই। সকল প্রার্থীকে আমরা সমান দৃষ্টিতে দেখছি।’
পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য কেন্দ্রভিত্তিক সময়সূচি, প্রবেশপত্র, ও অন্যান্য নির্দেশনা ইতোমধ্যে জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষার দিন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।