Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোন ট্রাজেডি
ঢাকায় পৌঁছেছে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ০০:১৬

চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। ছবি: সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তার জন্য চীন থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে।

বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

জানা গেছে, বার্ন, ট্রমা ও ইনটেনসিভ কেয়ারে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এ প্রতিনিধি দলটি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কর্মরত চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবে এবং প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা দেবে।

বিশেষজ্ঞ চিকিৎসক দলের সদস্যরা হলেন— লিউ শুহুয়া, ইয়াং ফেই, লি জে, ঝাং জিনলি ও লিউ হুয়ান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ/এসএস

চিকিৎসক দল চীনা বিশেষজ্ঞ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর