ঢাকা: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহিদ এবং মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল করে ছাত্রসংগঠনটি। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।
এ সময় ছাত্রদলের রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘আমরা মসজিদকে একটি পবিত্র স্থান মনে করি। কিন্তু একটি গোষ্ঠী রয়েছে, যারা মসজিদকে অপরাজনীতির কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। ফজরের পর তারা মসজিদে মিটিং করে, আবার কীভাবে গালিগালাজ করতে হবে তা দেখাচ্ছে। যারা ইসলামের ধারক-বাহক আছে, আমরা তাদের শ্রদ্ধা করি। কিন্তু কেউ যেন মসজিদকে অপরাজনীতির কেন্দ্র বানাতে না পারে সে ব্যাপারে দৃষ্টি দেওয়া হোক।’
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন তাদের ছাত্রদল স্মরণে রাখবে উল্লেখ করে রাকিবুল ইসলাম তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে মাইলস্টোনে নিহত শিশুদের জন্য দোয়া চান তিনি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ‘জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের ধারাবাহিক কর্মসূচির একটি ছিল জুলাই-আগস্টের শহিদদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা। কিন্তু এরই মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ৩২ জন শহিদ হয়েছেন। আমরা তাদের জন্যও দোয়া করছি। আমরা শহিদদের পরিবারের প্রতি সমাবেদনা-সহমর্মিতা জানাচ্ছি।’
এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানে ঢাবিতে শিক্ষার্থীদের উপরে হামলাকারীদের বিচার শুরু হয়নি অভিযোগ করে বলেন, ‘যারা শিক্ষার্থীদের উপর গণহত্যা চালিয়েছিল, তাদের বিচার এখনো ঢাবি প্রশাসন পারতে পারেনি। ঢাবির যেসব শিক্ষক অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করেছিল, সেসব শিক্ষকদের বিরুদ্ধে ভিসি-প্রক্টর কোনো কিছুই করতে পারেনি। এমনকি যেসব কর্মকর্তা-কর্মচারীও অভ্যুত্থানের বিপক্ষে ছিল তাদের ব্যাপারেও বিচারের অগ্রগতি দেখিনি।’
দোয়া ও মিলাদ মাহফিলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও ঢাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।