দর্শকের সঙ্গে সম্পর্কটা তার বরাবরই ভালো। মাঠে উপস্থিত দর্শকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন নেইমার, পুরো ক্যারিয়ারে এমন ঘটনা নেই বললেই চলে। তবে এবার সান্তোসের হয়ে খেলতে নেমে এমন কাণ্ডই ঘটালেন নেইমার। প্রতিপক্ষের দর্শকের সঙ্গে তর্কে জড়িয়ে নিষিদ্ধও হতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা!
ব্রাজিলিয়ান লিগে সান্তোস মাঠে নেমেছিল ইন্টারন্যাশিওনালের বিপক্ষে। এই ম্যাচে সান্তোস হেরেছে ২-১ গোলে। এতে লিগে ১৭তম অবস্থানে নেমে গিয়ে অবনমনের শঙ্কায় পড়েছে সান্তোস।
এই ম্যাচেই গোল পেয়েছিলেন নেইমার। গোলের পর ইন্টারন্যাশিওনাল সমর্থকদের সামনে বুনো উল্লাস করেছিলেন তিনি। তবে রেফারি সেই গোল বাতিল করে দেন।
এতেই নেইমারকে পাল্টা কথা শুনিয়ে দিয়েছেন ইন্টারন্যাশিওনাল সমর্থকরা। এমন ঘটনায় নিজেকে ধরে রাখতে পারেননি নেইমার। তেড়েফুঁড়ে এগিয়ে গিয়ে তর্কে জড়িয়েছেন সেই সমর্থকদের সঙ্গে।
গ্যালারিতে উপস্থিত দর্শকের সঙ্গে এমন আচরণে ফেঁসে যেতে পারেন নেইমার। ব্রাজিলিয়ান ক্লাব ফুটবলের নিয়ম অনুযায়ী এমন কাণ্ড ঘটালে আসতে পারে নিষেধাজ্ঞার খড়গও।
শেষ পর্যন্ত নেইমার নিষিদ্ধ হবেন কিনা, সেটা সময়ই বলে দেবে।