সিলেট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগর আহ্বায়ক কমিটির সংগঠক তাওফিক ওমর তানভীরকে (২১) মারধর ও ছুরিকাঘাতে জখমের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সিলেট মহানগরের আম্বরখানা এলাকার ইউনিমার্টের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
তাওফিক ওমর তানভীর বৈষম্যবিরোধী আন্দোলন সিলেট মহানগর আহ্বায়ক কমিটির সংগঠক হিসেবে দায়িত্বে আছেন।
তিনি সুনামগঞ্জ জেলার সদর ইউনিয়নের হারুনুর রশিদের ছেলে বলে জানা যায়। বর্তমানে সে সিলেট মহানগরের ৯নং ওয়ার্ডের বাসিন্দা। তানভীর বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ওই তরুণের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার শিকার তরুণ আশঙ্কামুক্ত। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।