Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই শহিদদের স্মরণে গোবিপ্রবিতে বিনামূল্যে হেলথ ক্যাম্প শুরু

গোবিপ্রবি করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ১৩:৫৪ | আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৩:৫৯

মেডিকেল সেন্টারে হেল্থ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে।

গোবিপ্রবি: জুলাই বিপ্লবে শহিদদের স্মরণে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিনামূল্যে হেলথ ক্যাম্প শুরু হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও সোসাইটি ফর এসিস্ট্যান্স টু হিয়ারিং ইস্পেয়ার্ড চিলড্রেনের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই হেল্থ ক্যাম্পের প্রথম দিনের কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

দ্বিতীয় ধাপের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী ২৯ ও ৩০ জুলাই। এতে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ৮জন বিশেষজ্ঞ চিকিৎসক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে কনসালটেশন ও ব্যবস্থাপত্র প্রদান করেন।

বিজ্ঞাপন

হেলথ ক্যাম্পের উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। ঢাকা থেকে আগত বেশ অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকরা এখানে সেবা প্রদান করছেন। আজকের হেলথ ক্যাম্পে মূলত রোগ শনাক্ত করা, ব্যবস্থাপত্র দেয়া এবং সঙ্গে কিছু ঔষধ সরবরাহ করা হচ্ছে।

সারাবাংলা/এনজে

গোবিপ্রবি জুলাই শহিদ হেলথ ক্যাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর