Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষিকা মাহরিন চৌধুরীকে ‘জাতীয় বীর’ আখ্যা দিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ১৫:০৫

মেহেরিন চৌধুরীর কবর জিয়ারত করছেন জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ও তার পরিবারের সদস্যরা।

নীলফামারী: বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের রক্ষায় নিজের জীবন উৎসর্গকারী শিক্ষিকা মাহরিন চৌধুরীকে ‘জাতীয় বীর’ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মাহরিন চৌধুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।

আফরোজা আব্বাস বলেন, ‘মাহরিন চৌধুরী কেবল একজন শিক্ষিকা ছিলেন না, তিনি ছিলেন মা, যোদ্ধা এবং নারী সমাজের আলোকবর্তিকা। তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন, একজন শিক্ষক কীভাবে দায়িত্ব, ভালোবাসা ও আত্মত্যাগের মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে মাহরিন চৌধুরীকে সম্মাননা দেওয়া উচিত ছিল। কিন্তু দুঃখজনকভাবে এখনও সে স্বীকৃতি আসেনি। বরং আন্তর্জাতিক পর্যায়ে তাকে নিয়ে এরইমধ্যেই প্রশংসা শুরু হয়েছে। আমাদের রাষ্ট্রের নীতিনির্ধারকদের এ বিষয়ে আরও সংবেদনশীল হওয়া উচিত ছিল।’

মাহরিন চৌধুরীকে ‘জাতীয় বীর’ ঘোষণা করার দাবিতে তিনি বলেন, ‘এটা দেরি হলেও এখনো সময় আছে। একজন পাইলটের আগেই মাহরিনের মতো আত্মত্যাগী শিক্ষককে সম্মানিত করা উচিত ছিল। সরকার কী দিচ্ছে না দিচ্ছে সেটা বড় বিষয় নয়। তার আত্মত্যাগ আমাদের নারী সমাজের গর্ব, আমাদের অনুপ্রেরণা।’

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘মাহরিন চৌধুরীর আদর্শকে ধারণ করে শিক্ষকদের উচিত জাতি গঠনে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা। নতুন প্রজন্মের জন্য মাহরিন হতে পারেন আত্মত্যাগ ও দায়িত্ববোধের জীবন্ত উদাহরণ।’

জিয়ারত শেষে মাহরিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন আফরোজা আব্বাস এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক নাসরিন আক্তারসহ রংপুর মহানগর ও লালমনিরহাট জেলা মহিলা দলের নেতৃবৃন্দ।

সারাবাংলা/এনজে

জাতীয় বীর জাতীয়তাবাদী মহিলা দল শিক্ষিকা মাহরিন চৌধুরী