বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার তিনি। অবসরের পর কোচ হিসেবে বার্সেলোনা ও স্পেন কিংবদন্তি জাভি আলো ছড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়তই। সেই জাভিই হতে চেয়েছিলেন ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ। তবে জাভির সেই আবেদনই কিনা ফিরিয়ে দিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন!
অবাক শোনালেন ভারতীয় ফুটবলে ঘটেছে এই কাণ্ড। কিন্তু কেন জাভির মতো কোচকে ফিরিয়ে দিল ভারত? টাইমস অফ ইন্ডিয়া বলছে, আর্থিক কারণেই ঘটেছে এমন ঘটনা।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছিলেন জাভি। জাভির সঙ্গে আরও আবেদন করেছেন লিভারপুলের সাবেক খেলোয়াড় হ্যারি কিউয়েল, ভারতীয় কোচ খালিদ জামিলসহ আরও অনেকেই।
তবে জাভির আবেদন প্রাথমিক পর্যায়েই খারিজ করে দেওয়া হয়েছে। ভারতীয় ফুটবল ফেদারেশনের টেকনিক্যাল কমিটির এক সদস্য টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ‘ধরে নিলাম জাভি সত্যিই ভারতীয় ফুটবলে আগ্রহী এবং তাকে রাজিও করানো সম্ভব। কিন্তু এই পদে তাকে আনতে আমাদের বিশাল অঙ্কের অর্থের দরকার হতো যা এই মুহূর্তে আমাদের পক্ষে বহন করা সম্ভব না।’
কোচ হিসেবে বার্সেলোনাকে ২০২৩ সালে স্প্যানিশ সুপার কাপ এবং ২০২২-২৩ মৌসুমে লা লিগা শিরোপা জিতিয়েছিলেন জাভি।২০২৪ সালে বার্সার দায়িত্ব ছাড়ার পর এখন পর্যন্ত কোনো ক্লাবের দায়িত্ব নেননি জাভি।