Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশের সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ১৬:১৩ | আপডেট: ২৫ জুলাই ২০২৫ ১৬:১৫

নোয়াখালী: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় ও ঝড়ো বাতাসের কারণে শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকে বিচ্ছিন্ন দ্বীপ নোয়াখালীর হাতিয়ায় নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে সারাদেশের সঙ্গে হাতিয়ার নৌ যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে নোয়াখালী পৌরসভা, সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, বেগমগঞ্জ উপজেলাসহ বেশ কিছু এলাকায় নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা-হাতিয়া এবং চট্টগ্রাম-হাতিয়া রুটে চলাচলকারী সকল যাত্রীবাহী ও সরকারি জাহাজ বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে নলচিরা ঘাটে গিয়ে দেখা যায়, অসংখ্য লাইটার জাহাজ তীরের কাছাকাছি অবস্থান করছে। সাগরও বেশ উত্তাল।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলাউদ্দিন জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রী পারাপার বন্ধ থাকবে। এছাড়া, নদীতে মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

সারাবাংলা/এসআর

দুর্যোগপূর্ণ আবহাওয়া নোয়াখালী নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হাতিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর