নিজের ক্যারিয়ারে অবিশ্বাস্য সব ইনিংস খেলেছেন বহুবার। পেশাদার ক্রিকেটকে ৫ বছর আগে বিদায় বললেও যেন ফুরিয়ে যায়নি এবি ডি ভিলিয়ার্স ম্যাজিক। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৪১ বলেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ৪১ বছর বয়সী এবি।
অবসরপ্রাপ্ত তারকা ক্রিকেটারদের নিয়ে চলছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস টুর্নামেন্ট। লেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা দল। ব্যাটিংয়ে নেমে ১৫২ রান তোলে ইংল্যান্ড। ১৫৩ রান তাড়া করতে নেমে এবি ঝড়েই সহজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
৭ ছক্কা ও ১৫ চারে ৫১ বলে ১১৬ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন এবি। এই ইনিংস খেলার পথে মেরেছেন চোখ ধাঁধানো সব শট। সবকিছু মনে করিয়ে দিচ্ছিল সেরা সময়ে থাকা এবির ব্যাটিংকে। তার ঝড়ো ব্যাটিংয়েই ৪৬ বল বাকি থাকতেই জয় পায় দক্ষিণ আফ্রিকা।
আগের ম্যাচেও ভারতের বিপক্ষে ৩০ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন এবি।