ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের উপদেষ্টারা আদৌ ঠিকমতো দায়িত্ব পালন করছেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। অভিজ্ঞতার অভাব এবং সমন্বয়হীনতার কারণে সরকার এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকালে উত্তরা মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির ছাত্রী নুসরাত জাহান আনিকার পরিবারকে সান্ত্বনা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘দুর্ঘটনার চারদিন পার হলেও বিমানবাহিনী এখনো কোনো দায় স্বীকার করেনি।’
তিনি প্রশ্ন তোলেন, ‘প্রশিক্ষণ বিমান জনবহুল এলাকায় কেন উড়ছিল? মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষেরও কোনো গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখতে হবে।’
গয়েশ্বর রায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, ‘দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এই সরকার দৃশ্যমান নয়। তারা নির্বাচিত নয় বলেই জনগণের প্রতি দায়বদ্ধতা অনুভব করে না। নির্বাচনের দীর্ঘসূত্রতা যত বাড়বে, ততই সরকারের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠবে এবং দেশ আরও গভীর সংকটে পড়বে।’
তিনি আরও বলেন, ‘রাজনীতির নামে দল নিষিদ্ধ করলেই সব সমস্যার সমাধান হবে না। বরং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে হবে।’