যশোর: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি দেশের জন্য একটি ভালো কাজ করে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে বলেন, ‘জীবনের এই পর্যায়ে এসে তার কোনো ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নেই। বরং তিনি দেশের জন্য এই কাজটি করতে চান।’
এই বৃহৎ কর্মযজ্ঞ একা সম্পন্ন করা সম্ভব নয়, তাই তিনি দেশবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছেন।
শুক্রবার (২৫ জুলাই) যশোর কালেক্টরেট মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনায় যাওয়ার পথে যশোরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তিনি এই মসজিদে জুমার নামাজ আদায় করেন।
তিনি আরও বলেন, ‘দীর্ঘ সরকারি চাকরি জীবনে তিনি অনেক দায়িত্ব পালন করেছেন এবং অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে বর্তমানে তার কাঁধে যে গুরুদায়িত্ব এসেছে, তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চান।’
এর আগে সকাল সোয়া ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন যশোর বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিবসহ অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য মসজিদে উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেছেন। একই সঙ্গে তিনি মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করে শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আগামীকাল শনিবার (২৬ জুলাই) সকালে খুলনা যাচ্ছেন। সেখানে তিনি আঞ্চলিক নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে বিভিন্ন নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় করবেন। এছাড়া, বিকেলে তিনি খুলনা সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।