Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোন ট্র্যাজেডি
নিহত বেড়ে ৩৩, চিকিৎসাধীন ৫০

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ১৮:৪১

মাইলস্টোন ট্র্যাজেডি। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এ ছাড়া, আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫০ জন।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া আহত-নিহতের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় থেকে দেওয়া তথ্য মতে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে ১৫ জনের ও চিকিৎসাধীন আছে ৪০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয়েছে ১৫ জনের ও চিকিৎসাধীন আছে ৮ জন, শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে ১ জন, ঢাকা মেডিকেল কলেজে মারা গেছে ১ জন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে মারা গেছে ১ জন, আর ইউনাইটেড হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা ৩২ মিনিটে শিশু আইমানের (১০) মৃত্যু হয়। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এরপর দুপুর ১টার পর মুসাব্বির মাকিন (১৩) নামের আরেক শিক্ষার্থীকে মৃত ঘোষণা করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতাল। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে, সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই যুদ্ধ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

সারাবাংলা/এমএইচ/এইচআই

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট বিমান বিধ্বস্ত মাইলস্টোন ট্র্যাজেডি

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৬ জুলাই ২০২৫ ১২:২৫

আরো

সম্পর্কিত খবর