Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পচা গন্ধের উৎস খুঁজতে গিয়ে পাওয়া গেল যুবকের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ১৯:০২

নিহত আমজাদ হোসেনের মরদেহ

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর ‍উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পাড়ার গোমতী নদী সংলগ্ন একটি শ্মশানের পাশ থেকে আমজাদ হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত আমজাদ হোসেন মুরাদনগর মধ্যপাড়ার জহির (কালা মিয়ার) ছেলে।

পচা গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা একটি অর্ধগলিত যুবকের লাশ দেখতে পান। এরপর তারা পুলিশে খবর দিলে অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান ও মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

কুমিল্লা মুরাদনগর যুবকের লাশ লাশ উ্দ্ধার