Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল, আশাশুনির বাসিন্দারা আতঙ্কে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ১৯:২৫

সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বাঁধের ফাটল দিয়ে পানি প্রবেশ করছে, যেকোনো মুহূর্তে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, মেরামতের কাজে অনিয়মের কারণেই এই ফাটল দেখা দিয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুর থেকে বাঁধের ফাটল দিয়ে প্রতাপনগর এলাকায় পানি প্রবেশ করছে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাঁধে ফাটল দেখা দেয়। এখনই মেরামত করা না গেলে যেকোন মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে। এমনটা হলে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।

তারা অভিযোগ করেন, বাঁধ মেরামতের কাজ সঠিকভাবে না হওয়ায় তাতে ফাটল দেখা দিয়েছে। এর জন্য ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ড দায়ী।

বিজ্ঞাপন

এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া বলেন, বাঁধের ফাটলের বিষয়ে আমাদের জানানো হয়নি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

আশাশুনি উপজেলা কপোতাক্ষ নদ বেড়িবাঁধে ফাটল সাতক্ষীরা

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ 'সহনীয়'
২৬ জুলাই ২০২৫ ১২:২৫

আরো

সম্পর্কিত খবর