Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ত্রাসী যোসেফের সহযোগী পিচ্চি শাহীনসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ২০:০৭

সন্ত্রাসী যোসেফের সহযোগী যুবলীগ নেতা মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীন

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হত্যা চেষ্টা মামলার আসামি সাবেক কমিশনার রাজীব ও সন্ত্রাসী যোসেফের সহযোগী যুবলীগ নেতা মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনসহ (৪০) চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৫ জুলাই) র‌্যাব-২ এ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য জানিয়েছেন। এর আগে, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্যান্যরা হলেন— মো. গুড্ডু (৩৮), মো. শফিকুল ইসলাম (৪৮) ও মো. সেলিম (৩২)।

খান আসিফ তপু বলেন, ‘রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি পিচ্চি শাহীনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও পৃথক অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কৃষি মার্কেট এলাকা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা ও মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা হতে অপর তিন আসামিকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পিচ্চি শাহীনের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে, গুড্ডুর বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে, শফিকুল ইসলামের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে ও সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় সাম্প্রতিক সময়ে সরকারকে অস্থিতিশীল করতে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেআইনি বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেয়।’

সারাবাংলা/এমএইচ/এইচআই

গ্রেফতার পিচ্চি শাহীন হত্যা চেষ্টা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর