Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন ঘিরে ৪ ইসলামী দলের শীর্ষ নেতাদের ঐক্য প্রক্রিয়াকে দৃঢ় করার সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৫ ২০:২৮

৪ ইসলামী দলের শীর্ষ নেতাদের বৈঠক।

ঢাকা: নির্বাচনকে সামনে রেখে এতে ইসলামপন্থী দলগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন চার ইসলামী দলের শীর্ষ নেতারা।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

বৈঠকে অংশগ্রহণকারী নেতারা আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ‘ঐক্য প্রক্রিয়াকে আরও গতিশীল ও দৃঢ় করার’ বিষয়ে একমত হন। তারা বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান, মৌলিক সংস্কারের দাবি এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে এ ঐক্য অপরিহার্য। পাশাপাশি ইসলামপন্থীদের মধ্যে চলমান আলোচনা অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।’

বিজ্ঞাপন

বৈঠকে অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিস এর আমির মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমাদ আবদুল কাদের, নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আঁকন, অধ্যাপক মাহবুবুর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান

সারাবাংলা/এফএন/এইচআই

৪ ইসলামী দল ইসলামী আন্দোলন খেলাফত মজলিস নির্বাচন নেজামে ইসলাম